তুহিন ছাত্রাবাসের সকোল বডারদেরকে জানানো যাইতেছে যে নিম্নলিখিত শর্তসবার জন্য প্রযোয্যঃ
১) এক মাসের বেড ভারা জামানত দিতেই হবে।
২) উন্নয়ন ফি=১০০০টাকা দিতেই হবে। (এটা অফেরত যোগ্য)
৩) WiFi সংযোগ ফি=২৫০টাকা দিতেই হবে । (এটা অফেরত যোগ্য)
৪) ছাত্রাবাসে নাথেকে বাড়িতে থাকলে বেড ভাড়ার সাথে কারেন্ট বিল, WiFi বিল এবং রান্নার বিল বাধ্যতামূলক দিতেই হবে।
৫) খাওয়ার মিল বন্ধ করতে হলে একদিন আগে জানাতে হবে।
৬) বেড ভাড়া ৯(নয়) তারিখের মধ্যে দিতে হবে। ৯(নয়)তারিখ পারহলে ১০০টাকা আক্কেল সেলামি (ফাইন) দিতেইহবে।
৭) খাওয়ার টাকা জমা না থাকলে বাকি খাওয়াবো না। মিল অটো বন্ধ হবে।
৮) গেষ্ট ৩ দিনের বেশী দিন থাকতে পারবে না। যদি থাকে তাহলে রান্নার টাকা দিতে হবে।
৯) সিট ছারতে চাইলে দুই মাস আগে জানাতে হবে।
১০) কোন প্রকার ময়লা, আবর্জনা এমনকি ছিগারেটের প্যাকেট, কাগজের টুকরো, থুতু জানালা দিয়ে বাইরে ফেলানো যাবেনা । যদি কেউ ফেলে তাহলে ১০০ টাকা জরিমানা দিতে হবে ।
১১) কোন প্রকার হইহুল্লোড় চিল্লাচিল্লি এমনকি জোরে কথা বলা যাবেনা । এটা আবাসিক এলাকা । এটা দন্ডনীয় অপরাধ ।
১২) এখানে সিগারেট অথবা কোন প্রকার ধুমপান করা যাবেনা । এটা দন্ডনীয় অপোরাধ ।
১৩) প্রত্যেক শুক্রবার জুম্মার নামাজ প্রত্যেক মুছুল্লিকে মসজিদে জামাতের সহিত আদায় করতে বলা হইলো । এটা বাধ্যতামুলক এটাতে যদি কারো এলাজী (অসম্মতী) থাকে তাহলে তাকে ছীট ছাড়ার জন্য সাগত জানানো হইলো ।
১৪) যার রুমের ফ্যান নষ্ট হবে,তাকে ফ্যান রিপেয়ার / মেরামত করার টাকা, ডেমারেজ চার্জ দিতে হবে।
১৫) প্রতিদিনের ৩(তিন) বেলার মিল মোট = ৮০ টাকা ৷
প্রতিদিনের সুধু দুপুরের ১(এক) বেলার মিল = 40 টাকা ৷
প্রতিদিনের সুধু রাতের ১(এক) বেলার মিল = ৩০ টাকা ৷
প্রতিদিনের সকাল এবং দুপুরের ২(দুই) বেলার মিল = ( ২০+৩৫)=৫৫ টাকা ৷
প্রতিদিনের রাত এবং দুপুরের ২(দুই) বেলার মিল = ( ৩০+৩৫)=৬৫ টাকা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন